বর্জ্য ব্যবস্থাপনা নিরাপদ সড়ক ও তথ্য অধিকার নিশ্চিতে বরিশালে ফলোআপ মিটিং


বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিকমহল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও তথ্য অধিকার নিশ্চিতে এক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর ইউরো কনভেনশন হলে ‘ফলোআপ মিটিং অন ওয়েস্ট ম্যানেজমেন্ট, রোড সেফটি অ্যান্ড রাইট টু ইনফরমেশন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সভাটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি।
লাল সবুজ সোসাইটির আয়োজনে এর আগে বরিশালের এ তিনটি গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে চারটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় পূর্ববর্তী সভাগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন অগ্রাধিকার নির্ধারণে এ ফলোআপ মিটিং আয়োজন করা হয়।
সভায় বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, ঘাটতি ও করণীয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা এবং তথ্য অধিকার বাস্তবায়নে চলমান উদ্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
ফলোআপ মিটিংয়ে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপবিভাগ, বরিশাল) মো. আল আমিন, বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী পরিচালক (পরিচ্ছন্নতা বিভাগ) মাহবুব আলম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইন এবং সরকারি সদর গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক জেসমিন নাহার।
এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় জানানো হয়, পূর্ববর্তী চারটি টাউনহল সভা থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগগুলো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বসূচি (চার্ট) টানানো, নিরাপদ সড়ক নিশ্চিতে শহরজুড়ে ন্যায্য ভাড়ার তালিকা প্রকাশ এবং তথ্য প্রাপ্তি সহজ করতে সমাজসেবা অধিদপ্তরে সিটিজেন চার্টার স্থাপন উল্লেখযোগ্য।
বক্তারা লাল সবুজ সোসাইটির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, টাউনহল সভাগুলোর মাধ্যমে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এবং বাস্তবসম্মত সুপারিশের ফলে প্রশাসনিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও তথ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, এ ফলোআপ মিটিংয়ে নাগরিক সেবায় চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে আরও কীভাবে উন্নয়ন সম্ভব তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বরিশালের নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান ত্বরান্বিত হবে।