বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা


মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল- ২০২৫ ইং অনুষ্ঠানের মধ্যদিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আয়োজনে সারাদিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি ও পটুয়াখালী-২ আসন বাউফলের এমপি প্রার্থী আলহাজ হজরত মাওলানা মো. নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমান খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি এইচএম আবদুল হাকিম, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাউফল সদর উপজেলা শাখার মাওলানা মো. সিরাজুল ইসলাম, ওলামা মশায়েখ আইম্মা পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল বাশার, ইসলামী শ্রমিক আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো. আনসার উদ্দিন টিপু, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এইচএম নুরুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ আল হাদী প্রমূখ।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ২০২৫-২০২৬ ইং সেশনের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়।
তাতে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন আলহাজ হজরত মাওলানা মো. নজরুল ইসলাম সিকদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. ফিরোজ আলম, সহ-সভাপতি মাওলানা এনামুল হক কবির, সহ-সভাপতি মাওলানা মুফতি মোশাররফ হোসেন, সেক্রেটারি খন্দকার মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জাকির হোসেন জিহাদি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেন।
আর উপদেষ্টা হিসেবে আলহাজ মাওলানা মো. মুজিবুর রহমান (পীর সাহেব কালিশুরী) ও আলহাজ অধ্যাপক মাওলানা মো. আব্দুল কাদের (কালিশুরী)।