মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার ১০ নং কালাইয়া ইউনিয়নে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শৌলা ৯নং ওয়ার্ড বগি বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো:ফরহাদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের গাজী গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির মো:নুর হোসেন খান ও সাবেক সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন বিএনপির মো: শাজাহান মাতব্বর।
এ সভায় আরও উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন রানা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাউফল উপজেলা বিএনপি, জি এম নিউটন সাহিত্যবিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, আসিকুর রহমান রিফাত যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবে হায়াত খান (বাদল), বিশিষ্ট সমাজ সেবক হাজী আবদুল হামিম, কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মো: আবুল বশার শিকদার,আবদুল হাই মৃধা, ও মো: মনির সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি।
বক্তারা সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান।