বিএনপির ডাকা অবরধের ২য় দিনে শীর্ষ চার নেতাসহ আটক ১৬


বারিশালটুডে ডেস্ক: সারা দেশে বিএনপির টানা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ ও নগরীতে মিছিল বের করার সময় বরিশাল বিএনপির শীর্ষ চার নেতাসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অংশে সড়ক অবরোধ করে বিএনপি। ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মুসফিকুল হাসান মাসুম বলেন, অবরোধ সফল করতে দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘিরে ফেলে। আটক করা হয় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন, যুবদল নেতা রেজাউর রহমান কিরণ এবং সাকলাইন মোস্তাককে।

নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন জানান, মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তোরাঁর সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ সাব্বির, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনিচ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, ওয়ার্ড বিএনপির সদস্য সামশুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকু, শ্রমিকদল নেতা মো. আসলাম এবং অ্যাঞ্জেলসহ ১২ জনকে আটক করা হয়েছে।