মামলা থেকে মুক্তিসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন


স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের মানুষের কাছে আয়নাঘর উন্মোচন করতে ও মামলা থেকে মুক্তিসহ নানান দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে করে “ভয়েস অফ এনফোর্সড ডিস্ট্রেসড পারসন্স” (ভিওইডি) মানবাধিকার সংগঠনের ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গুম, খুনের মত অজস্র অপরাধ করেছে এ সকল ঘটনা রোধ করতে হবে। মিথ্যা মামলা থেকে মুক্তিদানের মাধ্যেমে ও ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সরকারকে।

বক্তারা এসময় দাবিগুলো উল্লেখ করে বলেন, গুম সেল ও আয়নাঘর জাতির সামনে উন্মোচন করতে হবে, গুম- খুন ও গণহত্যার সাথে জড়িত পলাতক স্বৈরাচারী হাসিনা ও তার সহযোগী সকলকে আদালতের মাধ্যম বিচারের আওতায় আনতে হবে, অর্থনৈতিক ও মানসিক ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, মিথ্যা ও সাজানো মামলা থেকে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সন্ত্রাস বিরোধী কালো আইন ও আইসিটি এক্ট বাতিল করতে হবে।