সুরুজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী


স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় ঘটে যাওয়া হত্যাকান্ডের মুল হোতাসহ জড়িতদের ফাঁসি‘র দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টায় কাউনিয়া হাউজিং হযরত বেলাল (রাঃ) মসজিদ সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল ৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. সেরাজুল হক (হক মাস্টার) ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো. আতাউর রহমান, বরিশাল জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল, তারেক জিয়া পরিষদ মহানগর যুগ্ম আহবায়ক আঞ্জুমান আরা সাথীসহ প্রমুখ।

এসময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, সুরুজ গাজী আমাদের এলাকার সন্তান। সে মানুষ হিসেবে অতুলনীয় ও আমাদের খুব কাছের ছোট ভাই, সন্তানের এর মত ছিল। সে নব্য বিএনপি নয়, বিগত ১৮ থেকে ১৯ বছর ধরে সে বিএনপির সাথে যুক্ত ছিলো। এমন ত্যাগী ছোট ভাই এর চলে যাওয়া মেনে নিতে পারছি না আমরা। আমাদের এ ভাইটাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেবার দাবি জানাই।

বক্তারা আরও বলেন, বিগত দিনে এ খুনি শাহীন ও তার সহযোগীরা এলাকায় মাদকের নৈরাজ্য সৃষ্টি করে মাদক, নকল সোনা বিক্রয় চক্র তৈরির মত ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত ছিলো। আমরা এলাকাবাসী এ পুরো পরিবারকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করছি। কাউনিয়া এলাকার সর্বস্তরের জনগণের দাবি একটাই এ খুনিদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে মৃত্যুদন্ড দেওয়া হোক।

এদিকে র‌্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন -৮ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং সুরুজ গাজী হত্যাকান্ডের মূল হোতা শাহীন সরদার (৪৫) কে আটক করা হয়েছে। হত্যাকান্ডের মূল হোতা শাহীন সরদারসহ তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাব -৮ এর বিশেষ গোয়েন্দা টিম এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে গত শনিবার রাত ১১টায় ঢাকা সবুজবাগ, মাদারটেক কাঁচা বাজার এলাকায় অভিযান চালানোর মাধ্যমে আটক করা হয় তাকে। গ্রেফতারকৃত শাহীন সরদারকে কাউনিয়া থানায় হস্তান্তরসহ দ্রুত সময়ে আইনের আওতায় আনতে প্রকৃয়া চলমান রয়েছে বলে জানান র‌্যাব- ৮ মুখপাত্র অমিত হাসান।

প্রশংগত গত ২ মার্চ নগরীর কাউনিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ভিকটিম সুরুজ কে হত্যা করে আসামি শাহিনসহ তার সহযোগীরা। পরর্বতি সময়ে সহযোগী তিনজন কে আটক করলেও বাকিদের সন্ধান করছিলেন গোয়েন্দা বিভাগ। তারই অংশ হিসেবে গত শনিবার র‌্যাব -৮ এবং র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে রাত ১১টায় ঢাকা সবুজবাগ এলাকা থেকে শাহীন সরদারকে আটক করে।
ন র‍্যাব- ৮