বরিশালটুডে ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তোলার পর বৃষ্টির কারণে প্রথম দফায় খেলা বন্ধ হয়। ১১.২ ওভারে ৩ উইকেটে ৫১ রান তোলার পর ফের নামে বৃষ্টি।
বৃষ্টি থেমেছে, আবারও শুরু হয়েছে খেলা। এবার আঘাত হারিস রউফের। শুভমান গিলের (৩২ বলে ১০) ব্যাটে লেগে ইনসাইডেজ হয়ে বোল্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৭১ রান। ইশান কিষাণ ১৩ আর হার্দিক পান্ডিয়া ৫ রানে অপরাজিত আছেন।
প্রথম দফা বৃষ্টির পর খেলতে নেমে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ভারত। নিজের টানা দুই ওভারে আফ্রিদি ফিরিয়ে দেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা আর বিরাট কোহলিকে।
শাহিন আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ভারতীয় অধিনায়ক রোহিত (২২ বলে ১১)। ১৫ রানে প্রথম উইকেট যায় ভারতের। নিজের পরের ওভারে আফ্রিদির আরেকটি দুর্দান্ত ডেলিভারি। এবার ইনসাইডেজ হয়ে বোল্ড কোহলি (৭ বলে ৪)। ২৭ রানে ২ উইকেট হারায় ভারত।
শ্রেয়াস আয়ার তবু চালিয়ে খেলতে চেয়েছিলেন। তবে অতি মারমুখী হতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। হারিস রউফকে পুল খেলতে গিয়ে ফখর জামানের ক্যাচ হন আয়ার। ৯ বলে তিনি করেন ১৪।