বরিশালটুডে ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, বুধবার (১৮ অক্টোবর) বরিশাল বিভাগে ১২১টি অভিযানে ৪৫টি মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। এসব অভিযানে ৪৮৮ কেজি ইলিশ, এক লাখ ৭৮৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
এছাড়ও বরিশাল জেলায় ৪৩ জন, পটুয়াখালীতে চারজন ও ভোলায় ১৫ জনের বিরুদ্ধে মোট ৬২টি মামলা হয়েছে। একই সঙ্গে বরিশালের ৩৬ জন ও পটুয়াখালীর ১ ও ভোলার ১১ জেলেসহ মোট ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৯৫টি মাছঘাট, ৩৫৫টি আড়ত ও ২০৮টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।