প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক!


ঝালকাঠি প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় একজনের বদলে আরেকজন (প্রক্সি) অংশ নেওয়ার অভিযোগে ঝালকাঠিতে এক যুবককে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম মো. ইব্রাহীম। তাঁর বাড়ি রাজাপুর উপজেলার কানুদাশকাঠি গ্রামে। তাঁর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়।

ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার জানান, আজ সকালে পরীক্ষা শুরু হলে এক যুবক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কথা বলেন। বিষয়টি পরীক্ষার দায়িত্বে থাকা এক পরিদর্শকের নজরে আসে। তখন ওই যুবককে তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইসটি জব্দ করা হয়। এ সময় তাঁর কাগজপত্র পরীক্ষা করলে তা নকল পাওয়া যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তিনি উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুদ্দিনের কাছে স্বীকার করেন, তিনি অন্য একজনের বদলি (প্রক্সি) পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তাঁকে আটক দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয় বলেও জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।