পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, জরিমানা


বরিশালটুডে ডেস্ক : কুয়াকাটায় আগত পর্যটকবাহী বাস থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে শেখ রাসেল সেতু এবং শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দিয়েছেন।

জানা গেছে, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় ইউএনও। এসময় অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি প্রমাণিত হয়। পরে উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রফিকুল হাসানকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা স্বীকার করে বলেন, এ সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা থাকলেও পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকা আদায় করা হয়। পুনরায় এমন অভিযোগ পেলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।