স্টাফ রিপোর্টার ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের বরিশাল জেলাধীন মুলাদি ও হিজলা উপজেলার নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মুলাদী থানার মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং কর্মকর্তা মনদীপ ঘরাই, র্যাব-৮ মেজর জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মেহেদী হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদারসহ জেলা পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ এবং আনসারের বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন, নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। নিরপেক্ষতা বজায় রেখে ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করা হয়।