বরিশালে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার: বরিশালে রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩তম এবং কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ মে) দুপুরে দুই কবির জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি, রচনা ও নজরুল সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শিশু একাডেমির কার্যালয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য অফিসের উপ-পরিচালক মো. রিয়াদুল ইসলাম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।