নগরীতে র‌্যালি- আলোচনা সভার মধ্যেদিয়ে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস !


মোঃ মনিরুল ইসলাম : নগরীতে র‌্যালি- আলোচনা সভার মধ্যেদিয়ে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়“ Why are Clean Hands Still Important ?”।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের আয়োজনে এ দিবসটি পালিত হয়। এসময় ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফেস্টুন উড়িয়ে র‌্যালি ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল, মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয় যা নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ কোরে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধী জেমস্ অপূর্ব সরদার, ইউনিসেফ প্রতিনিধী আনোয়ার হোসেনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তাগন বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।