বিধবা’র জমি দখলের পায়তারা, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার: বরিশালে বিসিসি ৩নং ওয়ার্ডের মতাসার এলাকার বাসিন্দা কহিনুর বেগম (৪৭) নামের এক বিধবার জমি দখলের পায়তারা ও প্রাণ-নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা হেমায়েত তালুকদারের বিরুদ্ধে।

শনিবার ( ৮ই ফ্রেব্রুয়ারী ) দুপুর ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে বলেন, মতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তরপশ্চিম কোন ৯ শতাংশ জমির মালিক ছিলেন ফারুক হাওলাদার। প্রায় ৯ বছর পূর্বে তার মুত্যুর পর ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক হন কহিনুর বেগম সহ তাদের ৪ ছেলে ও ৩ মেয়ে। এরমধ্যে বড় মেয়ে এক সন্তান রেখে প্রায় ৪ বছর পূর্বে মারা গেছেন। জমির এসএ ও বিএস পরচা সহ ভোগ দখলে থাকার পরও হঠাৎ চলতি ফ্রেব্রুয়ারী মাসের শুরুতে স্থানীয় তিন জনের নেতৃত্বে আরো অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে বসতঘরের সামনে থাকা আঙিনার ২ শতাংশ জমিতে জোরপূর্বক ইটের দেয়াল দিয়ে স্টল নির্মাণ কাজ শুরু করে। জমি দখলকারীরা হলেন- মতাসার এলাকার মো. মুনসুর ফকির এর পুত্র মো. মনির হোসেন ফকির (৪০), মৃত মোয়াজ্জেম হোসেন তালুকদারের দুই ছেলে মো. এনায়েত হোসেন তালুকদার ( ৫৩) ও হেমায়েত তালুকদার (৪৮)। তাদের নির্মাণাধীন কাজে বাধা দিতে গেলে তারা কহিনুর বেগম কে প্রাণনাশের হুমকি দেয়। উপায়ন্ত না পেয়ে তিনি স্থানীয় প্রতিবেশী মো. ইউনুস ফরাজীর ছেলে মো. বেল্লাল হোসেন ফরাজী (৪৯), মো. মোসলেম উদ্দিন আকনের দুই ছেলে মো. আরিফুর রহমান রনি (৩৫) ও মো. মেহেদি হাসান সোহেল (৪০) এর কাছে ছুটে যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যে সিদ্ধান্ত দিবেন বলে জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বেল্লাল ফরাজী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রজন্মলীগের নেতা হেমায়েত হোসেন তালুকদারের নেতৃত্বে এ ওয়ার্ডে সাধারণ মানুষদের পূর্বের ন্যায় হয়রানী করা হচ্ছে। হেমায়েতের ভাই এনায়েত হোসেন তালুকদার এক সময়ে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকলেও বিগত নির্বাচনে টাকার বিনিময়ে ফ্যাসিস্টদের সাথে প্রচার-প্রচারনায় অংশ নেয়ায় আর দলে ফেরানো হয়নি। কিন্তু বিএনপি’র পদ-পদবী না থাকলেও এলাকার মানুষকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। তারা এলাকায় আওয়ামী লীগ সময়ে যেভাবে চাঁদাবাজী করতো বর্তমানেও তা অব্যাহত রেখেছে অদৃশ্য শক্তির মাধ্যেমে । তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষন সহ এলাকার নিরীহ মানুষের পাশে থাকার উদ্দেশ্যে যুবদল সহ শ্রমিকদলের ৩নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রনি সহ বিএনপি নেতৃবৃন্দ বিধবা কহিনুর সহ অপর ভূক্তভোগীদের পাশে রয়েছি।

এবিষয় মনির ফকির মুঠফোনে সাংবাদিকদের জানান, তিনি মৃত ফারুক হাওলাদারের বোনের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করেছেন তাই দলিল মূলে মালিক তিনি।