নগরীতে স্বামীর ডান কাঁধের হাড় পিটিয়ে ভেঙ্গে ফেলেছে স্ত্রী, আদালতে মামলা


স্টাফ রিপোর্টার ॥ রাতের বেলায় রাস্তায় অপরিচিত এক পুরুষের সাথে স্ত্রী। পুরুষটি কে এমন প্রশ্ন করায় স্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে স্বামীর ডান কাঁধের হাড় ভেঙ্গে দিয়েছে। এমন অভিযোগে স্ত্রীকে আসামী করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন মো. হুমায়ুন কবির (৪০)। বাদীর আইনজীবী মোঃ আনোয়ার হোসেন (ভুলু) বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কাউনিয়া থানা পুলিশ কে এফআইআর এর নির্দেশ দিয়েছেন। চলমান মাসের ২ তারিখ আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান দায়েরকৃত মামলার বাদী।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ বরিশাল সদর উপজেলার উলাল বাটনা গ্রামের মৃত. আয়নাল হকের ছেলে মো. হুমায়ুন কবিরের সাথে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা কিসমত গ্রামের মোতাহার হাওলাদারের মেয়ে লিমা বেগমের (৩৫) ইসলামী শরীয়ত মোতাবেক রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে হয়। এখন পর্যন্ত তাদের সংসারে সন্তান জন্মগ্রহণ করেনি। হুমায়ুন কবির বরিশালের একটি কলেজে পিয়ন পদে চাকুরী করছেন।

২০২৫ সালের ৭ জানুয়ারী রাত ৮ টার দিকে বাদী তার কর্মস্থল থেকে বাসায় যাবার পথে কাউনিয়া মুকুন্দপাট্টি এলাকার মসজিদ সংলগ্ন ১নং স্বাক্ষী নুরুল ইসলামের চায়ের দোকানের সামনে পৌছা মাত্র আসামীকে দেখতে পায় তার স্ত্রী লিমা বেগমে কে। স্ত্রী আসামীর সাথে রয়েছে একজন অপরিচিত এক লোক। তখন স্বামী স্ত্রীকে প্রশ্ন করলেন রাতে তুমি কোথা থেকে এখানে এসেছো ? আর অপরিচিত লোকটিকে প্রশ্ন করলেন কে ভাই আপনি?

প্রশ্ন করার বাদীকে একটি থাপ্পর মারে। গায়ে হাত দিছেন কেন বলে অপরিচিত ব্যক্তির জামার কলার ধরিলে আসামী স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওই ১নং স্বাক্ষীর দোকানের সম্মুখে থাকা একটি লাঠি দিয়ে স্বামী হুমায়ুন কবিরের ডান কাধেঁর উপরে আঘাত করে। পরে দুইজনে মিলে কিল ঘুষি লাথি মারে। দায়েরকৃত মামলার সাক্ষীরা ঘটনাস্থলে এগিয়ে আসলে আসামী স্ত্রী ও তার সাথে থাকা অপরিচিত লোকটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহত হুমায়ুন কবির কে উদ্ধার করে বরিশাল সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। লাঠির আঘাতে বাদীর ডান কাঁধের মধ্যেখানে উক্ত আঘাতের ফলে হাড় ভাঙ্গা জখম সহ ফাঁকা হয়ে গেছে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাতের চিকিৎসা নিচ্ছেন।

মামলা সূত্রে আরা জানা গেছে, বিয়ের পর স্ত্রীর চারিত্রিক ত্রুটি ধরা পড়ে। ফিরিয়ে আনতে ব্যর্থ হন। বিভিন্ন লোকের সাথে কথা বলে, এমনকি খারাপ ভিডিও দেখায়। স্বামী কর্মস্থলে থাকাকালীন সময় স্ত্রী কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। নিষেধ করিলে স্বামীকে স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি স্বামীর বসতঘরের মালামাল ও টাকা চুরি করে আসামী স্ত্রী পিত্রালয়ে প্ররণ করতেন।

দায়েরকৃত মামলার বাদী হুমায়ুন কবির বলেন, ঘটনার পর থেকেই তার স্ত্রী তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিরাপত্তহীনতায় ভুগছেন তিনি।