
তীব্র শীতে বরিশালের জেলা-উপজেলার জনজীবন গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিপর্যস্ত হয়ে আছে। বুধবার বরিশালের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে বুধবার সূর্যের আলো থাকার পাশাপাশি বাতাস বয়ে না যাওয়ায় অন্যান্যদিনের চেয়ে কম শীত অনুভূত হলেও জনজীবন স্বাভাবিক হয়নি।
জরুরী কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে এদিন বরিশালের শ্রমজীবীরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। নগরীতে দোকানপাট খুললেও ক্রেতা সমাগম তুলনামূলক খুবই কম। শীতের প্রভাবে বরিশাল জেলা উপজেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানিয়েছেন, গত বছরের ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর বরিশালের সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। পুরো ডিসেম্বর মাস জুড়ে সর্বনি¤œ গড় তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বরিশালে সর্বনি¤œ গড় তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ২২ ডিসেম্বর ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৩ ডিসেম্বর ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, ২৪ ডিসেম্বর ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর- এই তিন দিন একই সংখ্যক ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৮ ডিসেম্বর ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, ২৯ ডিসেম্বর ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, ৩০ ডিসেম্বর ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ৩১ ডিসেম্বর ৯.১ ডিগ্রি সেলসিয়াস, ০১ জানুয়ারী ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, ০২ জানুয়ারী ১১.২ ডিগ্রি সেলসিয়াস, ০৩ জানুয়ারী ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, ০৪ জানুয়ারী ১২.২ ডিগ্রি সেলসিয়াস, ০৫ জানুয়ারী ১২.৯, ০৬ জানুয়ারী ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ০৭ জানুয়ারী ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, আগামী ৪৮ দিন আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। দিন এবং রাতের পরবর্তিত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বরিশালে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে বিমান, নৌ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানান তিনি।
কেডিসি কলোনীর বাসিন্দা আবদুর রহিম বলেন, প্রচ- শীতে সারাদিন রাত ঘরে বসে কাটাতে হচ্ছে। বাইরে গিয়ে কাজ না করায় আয়ও বন্ধ। এ শীতে জীবনযাত্রা চরম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।