আজ ডিএসইতে ৪৩০ কোটি টাকা লেনদেন!

বরিশালটুডে ডেস্ক: শেয়ারবাজারে লেনদেন কিছুটা বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৫৮ কোটি টাকা বেশি। এ ছাড়াও ৭৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে মূল্যসূচক বেড়েছে ৮ পয়েন্ট। তবে সামগ্রিক বিবেচনায় এখনও নিস্তেজ বাজার।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন থেকে বাজারে আস্থা সংকট চলছে। এরপর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সেই সংকট আরও জোরালো হয়েছে। আর এর সবকিছুর প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে বুধবার ২৮১টি কোম্পানির ৭ কোটি ৭৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৩০ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি: বুধবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে, সেগুলো হলো- ফুওয়াং ফুড, সী পার্ল বীচ, লাফার্জ হোলসিম বাংলাদেশ, জেমিনী সী ফুড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু এগ্রো, এমারেল্ড অয়েল, বিডিকম অনলাইন এবং রিপাবলিক ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ওআইমেক্স ইলেক্ট্রোড, ইয়াকিন পলিমার, মেঘনা সিমেন্ট, ইনটেক লিমিটেড এবং ইন্ট্র্যাকো রিফুয়েলিং।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- লিব্রা ইনফিউশন, অ্যাপেক্স ট্যানারি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মেঘনা পেট, রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার ও নর্দার্ন ইন্স্যুরেন্স।