অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন অনুসন্ধানের জন্য যে কোনো আয়কর নথি দুদক যাচাই করতে পারে।
জানা গেছে, দুদকেরই দায়ের করা একটি মামলায় এসব নথি জব্দ করা হয়েছে। ঢাকার গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ করে টিউলিপের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করে দুদক।
যদিও টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সংস্থার করা সব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলো ‘পুরোপুরি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে দুদকের তদন্তে তার নাম আসার পর তিনি ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।