ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ০১নং ওয়ার্ড শিশুদের মাঝে শীত উপহার বিতরন


স্টাফ রিপোর্টার: কনকনে হিমেল হাওয়ায় ঠান্ডা শীত বসতে শুরু করেছে দেশজুড়ে। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দক্ষিণের জনপদ। বিপর্যস্ত হচ্ছে জনজীবন। এ সময়ে নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়ছে। শীতের তীব্রতা বাড়ার অসহায় ও দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাপনে দেখা দেয় নানা সমস্যা। রেজিষ্ট্রারকৃত শীতার্ত শিশুদের সাহায্যের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এরিয়া পোগ্রাম অফিস শীত বস্ত্র বিতরন করে।

রবিবার (১৭ ডিসেম্বর) ওয়াল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এরিয়া আয়োজনে ০১নং ওয়ার্ড সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ওয়াল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এরিয়ার পক্ষ থেকে রেজিষ্ট্রারকৃত হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র পোগ্রাম অফিসার মো.হুমায়ুন কবির, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর শীপ পোগ্রাম অফিসার লিজা সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল।

এছাড়াও উক্ত ওয়ার্ড ফ্যাসালিটেটর ও সুবিধা ভোগী শিশু এবং ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।