জাপান প্রবাসী হায়দার হোসেনের জন্মদিনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার: জাপানে বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত মুখ হায়দার হোসেন ৪৩ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে জাপানে থাকা বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

হায়দার হোসেন পেশায় ব্যবসায়ী হলেও রাজনীতির সাথে জাড়িত। দায়িত্ব পালন করছেন জাপান শাখা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ।

হায়দার হোসেন দেশেও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতির। এছাড়াও তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে মানুষের কল্যাণ কাজ করেন।