দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রোজার আগেই মাঠে নামবে ডিএমপি


বরিশালটুডে ডেস্ক: দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে রমজানের আগেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, এ জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। রমজান শুরুর আগেই কার্যক্রম শুরু হবে।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিকের কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে কোনো কুচক্রী মহল যাতে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ডিএমপি। রমজানজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ। ভোক্তা অধিকার অধিদপ্তরও সারাদেশে কাজ করছে।