নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে নিয়োগে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত, শ্রমের যথাযথ স্বীকৃতি, আইনি ও সামাজিক ক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকার, নারী নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা সহ ১১ দফা দাবি জানিয়েছে, বরিশালের বিভিন্ন পেশার নারী প্রতিনিধিবৃন্দ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, বরিশাল জেলা শাখা, নারী দিবসের এবারের প্রতিপাদ্য “আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয় “সামনে রেখে, শুক্রবার দুপুরে, বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, বিভিন্ন এনজিওতে কর্মরত নারী প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ সহ, বিভিন্ন শ্রেণী পেশার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্পু চক্রবর্তী, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক,জাহাঙ্গীর কবির,শুভঙ্কর চক্রবর্তী,হাসিনা নীলা প্রমূখ।
সভায় সকল বক্তারা বলেন, এখন প্রয়োজন নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর। সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা -নারী শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আইনি স্বীকৃতির পাশাপাশি ন্যায্য কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা,
সকল পেশা ও কর্মক্ষেত্রে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য বন্ধ করা, নারী ও শিশু নির্যাতন বন্ধ, নারীদের আইনি সহায়তা ও নিরাপত্তা জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধে পদক্ষেপ সহ ১১ দফা, তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, এসব দাবির বাস্তবায়ন নিশ্চিত করা গেলে সমাজে সমতাভিত্তিক ও মানবিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। নারীরা তাদের যথাযথ সম্মান, অধিকার ও নিরাপত্তা লাভ করবে। এই লক্ষ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।