বরিশালে এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সামাজিক সংগঠন


স্টাফ রিপোর্টার : বরিশালে পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আমার বাংলাদেশ ফাউন্ডেশন ও অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় মুক্তিযোদ্ধা পার্ক এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় দেড় শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার ও নতুন কাপড় তুলে দেওয়া হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব প্রধান উপদেষ্টা, আমার বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ চেয়ারম্যান ড.এম.ডি. ইমরান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাদুল ইসলাম খালেদ অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব আহ্বায়ক মো: শাহীন হাফিজ, বরিশাল হকার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড.এম.ডি. ইমরান চৌধুরী বলেন, আজ দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠনের সদস্যরা তাদের মধ্যে মানবতা ও সমাজ বিনির্মানে যে ইচ্ছে শক্তি এ কার্যক্রমের দ্বারা তা প্রকাশ হয়েছে। আশা করছি আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের আগে নতুন কাপড় পেয়ে হাসি ফুটে উঠেছে শিশুদের মুখে।


সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান লিংকন বলেন, আমাদের প্রচেষ্টা অসহায়দের মুখে হাসি ফোঁটানো। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে সদস্যদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের এ মানবিক কার্যক্রম সকল সময়ে চলমান থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব উপদেষ্টা মো: কবির হোসেন খান, যুগ্ম আহবায়ক মো: মেহেদী হাসান শুভ, সভাপতি মো: ফয়সাল আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান লিংকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, অসীম চন্দ্র হালদার, সাংগঠনিক সম্পাদক তানজিরুল রহমান সাফায়েত, সহ: দপ্তর সম্পাদক নাসির হোসেন ও অন্যান্য সদস্য বৃন্দ।