বরিশালটুডে ডেস্ক: বরিশাল নগরীতে গভীর রাতে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে এগারো টার পর বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর পেয়ে তৎক্ষনাৎ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশন অফিসার রুহুল আল আমিন সাংবাদিকদের জনান, বাংলাদেশ ব্যাংকের সামনেই তাদের স্টাফ বাসটি পার্কিং করা ছিলো। রাতে কোনো এক সময় এটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ২টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভিতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হয়ে জানানো যাচ্ছে না।