স্টাফ রিপোর্টার: বরিশালের গৌরনদীতে দেড় কেজি গাঁজাসহ ইদ্রিস হাওলাদার (৫০) নামের এক মাদক বিক্রেতা গ্রেপ্তার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এরআগে সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ইদ্রিসকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।