স্টাফ রিপোর্টার ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল জেলা দক্ষিণ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক শ্রদ্ধাঞ্জলি পোস্টার লাগানোর সময় উসকানিমূলক কথার প্রতিবাদ করলে যুবদলের সক্রিয় কর্মী আঃ হালিম হাওলাদার (৩৮) কে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সাইফুল হাওলাদার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ জুন) দুপুরে বরিশাল কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার। শনিবার (৩১ মে) আহত যুবদলের কর্মী হালিমের স্ত্রী মোসা. হাসানা আক্তার (৩১) নামধারী ৫ জন সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
দায়েরকৃত মামলার নামধারী আসামিরা হলেন- নগরীর ২৭নং ওয়ার্ড ডেফুলিয়া এলাকার মৃত ইছাহাক হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৪৫), বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ধর্মাদী গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান খানের ছেলে নুরুজ্জামান খান (৪২), মৃত ওহাব সিকদারের ছেলে আবুল কালাম সিকদার (৫৮), কালাম সিকদারের ছেলে বাপ্পি সিকদার (৩২) ও মৃত আফছার আলী মোল্লার ছেলে মো. মুজিবর মোল্লা (৪৫)।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে- চলতি বছরের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল জেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর কর্মসূচিতে অংশ নেয় যুবদলের সক্রিয় কর্মী আঃ হালিম হাওলাদার (৩৮)। এরই ধারাবাহিকতায় ২৭ মে রাত সাড়ে নয় টায় ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ধর্মাদী মোল্লার বাজার অমিত হাসানের দোকানের সামনে পাকা রাস্তার পাশে বাদির স্বামী এবং মামলার ১নং সাক্ষী আ. হালিম ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শ্রদ্ধাঞ্জলি পোস্টার’ লাগানোর কাজে নিয়োজিত ছিলেন।
এ সময় দায়েরকৃত মামলার ১ নং আসামি সাইফুল হাওলাদার বাদির স্বামী আ. হালিমের পথরোধ করে আক্রমণাত্মক ভাষায় উসকানিমূলক কথা বলে। প্রতিবাদ করলে আসামিরা দলবদ্ধ হয়ে বেদম মারধর করে তার সাথে থাকা নগদ অর্থসহ মালামাল ছিনিয়ে নেয় হামলাকারীরা। এলোপাতাড়ি হামলায় হালিমের মাথা, চোখ ও মুখমণ্ডলের বিভিন্ন স্থান নীলা ফুলা জখম করে এবং নাকে রক্তাক্ত জখম হয় এবং ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে সে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।