স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী দা-পলাশের দুইভাইসহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী সালাউদ্দিন আল মামুন। শনিবার রাতে কাউনিয়া থানায় মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত।
এর আগে শনিবার দুপুরে সন্ত্রাসী দা-পলাশ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে নগরীর সদর রোডে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ওয়ার্ড যুবলীগের সদস্য দা-পলাশ ও তার দুই ভাই সুমন, রাসেলের আতংকে থাকে এলাকাবাসী। কেউ তাদের মাদক বাণিজ্যে বাধাঁ দিলে হামলা চালায় সন্ত্রাসী ঐ তিন ভাই। তাছাড়া একাধিক মানুষের বাড়িঘর দখল করেছে এই দা- পলাশ। এলাকাবাসী জানান, দা পলাশের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৭টি মামলা থাকলেও পুলিশ রহস্যজনকভাবে তাকে গ্রেফতার করছে না। এমনকি সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ থানায় কোন অভিযোগ দিলেও অপরাধীরা কেউ গ্রেফতার হচ্ছে না।
উল্টো এ বিষয়টি জানতে পেরে অভিযোগকারীদের হয়রানিসহ হামলা নির্যাতন চালায় সন্ত্রাসীরা। পুলিশের এমন রহস্যজনক আচরণে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তোলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পলাশ সব নিজের সঙ্গে দা বহন করে বলে তিনি দা পলাশ নামে পরিচিত বলে জানিয়েছে স্থানীয়রা।
এরআগে শুক্রবার রাতে পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় হাওলাদার ডেইরি হ্যাচারি ফার্মে হামলা চালায় যুবলীগ কর্মী দা পলাশ সহ সন্ত্রাসীরা। হাওলাদার ডেইরি হ্যাচারি ফার্মে মালিক মো সালাউদ্দিন আল মামুন বলেন, ১৯ বছর ধরে তিনি এই ঘের পরিচালনা করছেন। সন্ত্রাসীরা তার স্টাফদের উপর হামলা করে এবং মালামাল লুট করে গাড়ি, ঘর ভেঙে ফেলে এবং স্টাফদের দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।