বরিশালে ৯২ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী সোহাগ


স্টাফ রিপোর্টার: বরিশাল কালিজিরা বাজার সংলগ্ন খান বাড়ি থেকে মো: সোহাগ (৩৭) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখা।

শনিবার (২২ মার্চ) দুপুর ২ টায় কালিজিরা বাজার সংলগ্ন খান বাড়ি বসত ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আটককৃত মো: সোহাগ খান(৩৭), বিসিসি ২৬নং ওয়ার্ড কালিজিরা বাজার খানবাড়ি বাসিন্দা পিতা-মৃত ফারুক খান এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই মোঃ জাহিদ হাসান, এএসআই দিদারুল ইসলামসহ পাঁচ জনের একটি বিশেষ টিম বিসিসি ২৬নং ওয়ার্ড কালিজিরা বাজার সংলগ্ন খান বাড়ি মো: সোহাগ খানের বসত ঘরে অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো: সোহাগ কে আটক করা হয়। এ বিষয় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।