স্টাফ রিপোর্টারঃ উৎস কর কম নিয়ে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে, বরিশাল সদর সাবরেজিট্রি অফিসে অভিযান পরিচালনা করে দুদক বরিশাল।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে অভিযান পরিচালনা করলেও, অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। দুদক বরিশাল অফিস জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি বদলী হওয়ায় অন্যত্র চলে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে দুদকের পক্ষে সহকারি পরিচালক রাজকুমার সাহা বলেন, অভিযোগে উল্লেখিত চর বদনা মৌজার দলিল সম্পাদন বন্ধ থাকলেও অভিযান কালে উক্ত মৌজার দুটি দলিল সম্পাদিত হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়াও সম্পাদিত চারটি দলিলে দেখা যায় যে, সরকার নির্ধারিত উৎস করের যে পরিমাণ অর্থ জমা দেয়ার কথা ছিল উক্ত অর্থ জমা না হওয়া সত্ত্বেও সাব-রেজিস্টার উক্ত চারটি দলিল সম্পাদন করেছেন। সরকারি পরিচালক জানান সংশ্লিষ্ট রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে যাচাইকরে কমিশনে বরাবর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।
তিনি আরও বলেন বরিশাল সদর সাব-রেজিস্টারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযোগ সংশ্লিষ্ট সাব-রেজিস্টার অসীম কল্লোল ইতিমধ্যে বদলি হওয়ায় বর্তমান সাব-রেজিস্টার এর বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট অফিস সহকারী নাদিরা বেগম ও পেশকার সুশীল চন্দ্রকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এছাড়াও সাব-রেজিস্ট্রি অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্যাদি সংগ্রহ করা হয়েছে।