বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 


মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিনের নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় জনতার ব্যানারে এ মানববন্ধনে এলাকার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী পলাশ, প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম, ইউপি সদস্য মোজাহেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইউনিয়ন চেয়ারম্যান দুর্নীতিবাজ। তিনি ৫ আগস্টের পর ইউনিয়ন পরিষদে কেন আসেনি ? তার যদি সৎসাহস থাকতো তাহলে সে পরিষদে আসতো। জনগণ সকল ক্ষমতার উৎস, সুতরাং জনগণ এর সাথে চেয়ারম্যান ষড়যন্ত্র করেছে আর এই ষড়যন্ত্রকারী চেয়ারম্যান কে নাজিরপুর বাসী আশ্রয় দেবে না।

এসময় বক্তারা অভিলম্বে চেয়ারম্যান  মহাসিনের বিরুদ্ধে  যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।