বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেছেন-জনগন বিএনপির প্রতি যে আস্থা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা একসাথে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল,
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম খান সেন্টু, বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমুখ।