ঢাকা-বরিশাল মহাসড়কে মটর সাইকেল-বাস দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত


মুখপত্র,উজিরপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর সকাল ১০ টায় বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন আটিপাড়া রাস্তার মুখে পৌঁছলে গৌরনদী উপজেলার বাটাজোড় থেকে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোটরসাইকেল চালক বাটাজোড় গ্রামের ফারুক হোসেন শরীফের ছেলে সাবেক সেনা সদস্য মোঃ ফুয়াত হোসেন শরীফ (৫০)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও মাহেন্দ্রা বরিশালে যাচ্ছিলো। এনা পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আটিপাড়া রাস্তার মুখে পৌঁছামাত্র ঘাতক এনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য ফুয়াত হোসেন শরীফে মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, এনা পরিবহনসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।