নেপথ্যে উপাচার্যের পিএস মিজান ববির গোপনীয় নথী ভাইরাল, সমালোচনার ঝড়


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য এবং রেজিস্ট্রার দপ্তরেরসহ ৫০টি গোপন নথির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপাচার্যের পিএস মো. মিজানুর রহমান তার ফেসবুক আইডিতে গোপন নথিগুলো শেয়ার করেন বলে অভিযোগ। এর কিছুক্ষণ পর নথিগুলো তিনি ডিলেট দিলেও মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় ববির শিক্ষক-শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। এরই মধ্যে ববি সংশ্লিষ্ট ফেসবুক পেইজসহ গ্রুপে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এই বিষয়ে অভিযুক্ত পিএস মো. মিজানুরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
ববি একাধিক শিক্ষক-কর্মকর্তার অভিযোগ, স্টোরি দেয়া ফাইলগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুত করার নথী, ব্যক্তিগত ফাইল, শাস্তির নথি শেয়ার করেছেন তিনি। এছাড়াও তদন্ত প্রতিবেদন, অডিট আপত্তির নথি, শিক্ষার্থীদের মামলার নথিসহ একাধিক গুরুত্বপূর্ণ গোপনীয় ছবি স্টোরিতে শেয়ার করা হয়েছে। এমনকি কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মধ্যে তার বিপক্ষের গ্রুপের যাবতীয় ব্যক্তিগত গোপনীয় নথির ছবি তুলে বিভিন্ন ব্যক্তিকে সরবরাহ করেছেন বলে অভিযোগ।
ববির রেজিস্ট্রার দপ্তরের সেকশন আফিসার আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অবহিতকরণের জন্য আমি একটি আবেদনপত্র দিয়েছিলাম। সেই আবেদনপত্রের ছবিসহ একাধিক গোপনীয় নথি ভাইরাল হয়েছে। বিষয়টি ববির জন্য হুমকিস্বরূপ।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত। এই ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।##