বরিশালে দেশ ব্যাপী নিপিড়নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন


স্টাফ রিপোর্টার ঃ সকল নিপিড়নের বিরুদ্ধে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (৩রা জুলাই) সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে আইনশৃঙ্খলার অবনতি রোধ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধসহ সংখ্যালঘু নির্যাতন, মব সন্ত্রাস বন্ধ ও নারী নিপিড়ন প্রতিহত করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ সমন্বয়কারী রুবিন ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য মারুফ আহমেদ, হাছিব আহমেদ।

এসময় বক্তারা বলেন,”জুলাই” আমাদের বিদ্রোহের মাস, “জুলাই” আমাদের স্বৈরাচারী শাসন ব্যাবস্থা থেকে মুক্ত করে স্বৈরাচারী সাংবিধানিক কাঠামো উচ্ছেদের এক অপার সম্ভাবনা হাজির করেছে। কিন্তু এ সম্ভাবনা নস্যাৎ করতে পতিত স্বৈরাচার এখনও উদগ্রীব রয়েছে। এছাড়াও কিছু সুবিধাভোগী গোষ্ঠী দেশের ভেতর অরাজকতা তৈরি করে গোষ্ঠীস্বার্থ উদ্ধারে তৎপর আছেন। দেশে চলমান মব সন্ত্রাস জনমনে ইতিমধ্যে আতঙ্ক তৈরি করেছে। মব সন্ত্রাসের জুজু কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও উদ্দেশ্যপ্রনোদিত মামলার রমরমা বানিজ্য চলছে। সংখ্যালঘু নির্যাতন ও নারী নিপিড়নের ঘটনানআশঙ্খাজনক হারে বেড়েছে৷’ক্রমাগত মব সন্ত্রাস ও পুলিশের নিষ্ক্রিয়তা গণঅভ্যুত্থানের অর্জনকে ক্ষুন্ন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মানুষের জন্য উদ্বেগের বিষয়। তাই জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকারকে মনোযোগ দিতে হবে। মব সন্ত্রাস, নারী নিপিড়ন, সংখ্যালঘু নির্যাতন, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে।’

বক্তারা আরও বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্তোর মাধ্যমে গণতান্ত্রিক পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়াও এ সমাবেশে সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবসহ প্রমুখ।