বরিশালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় বরিশাল মহানগর ছাত্রশিবিরের আয়োজনে জিলা স্কুল মোড় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা বলেন, সৈরাচার আওয়ামী লীগ ১৭ বছর ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর যুলুম নির্যাতন করেছে। হামলা -মামলাসহ নানান হয়রানি করে কোল ঠাসা করে রেখেছিলো ১৭ বছর। আমরা মজলুম এখন বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সৈরাচার আওয়ামী লীগের সকল দোসর কে তাদের বিগত দিনের অত্যাচারের বিচার করবো । আগামী দিনে দেশে ছাত্রশিবির সকল দূর্নীতি,অনিয়ম রুখে দেবে বোলেও দাবি করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ