বরিশালে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে জাতীয় নির্বাচনে রাজনৈতিক সম্প্রীতি স্মারক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ এবং সহিসংতাবিহীন অন্তর্ভুক্তিমূলকের লক্ষ্যে রাজনৈতিক সম্প্রীতি স্মারকে একমত হয়েছে দলগুলো। শনিবার সকালে নগরীর একটি কনভেনশন হলে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এ সম্মতি স্মারক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রতিনিধিরা সম্মতি পত্রে স্বাক্ষর করেন। এতে তারা অঙ্গীকার করেন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যক্তিপর্যায়ে সচেষ্ট থাকবো এবং নির্বাচন সংক্রান্ত কোনো সহিংসতায় জড়াবো না। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি শান্তি বজায় রাখার নির্দেশনা ও আন্তরিক আহ্বান জানাবো। কোথাও কোনো সহিংসতার পূর্বাভাস পেলে, দ্রুততার সাথে সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট থাকব। ভিন্ন দল থেকে সহিংসতার সূত্রপাত হলে আক্রমাণত্মক না হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট হবো। ভিন্ন পক্ষের প্রার্থী বা নেতা-কর্মীদের প্রতি ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য অনলাইন বা অফলাইন কোন মাধ্যমেই প্রচার করবো না এবং অন্যদেরও না করতে অনুপ্রাণিত করবো। নির্বাচনী আইন মেনে চলবো এবং ভোটারের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা রাখবো। এভাবে আমরা বরিশালের রাজনৈতিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দল-মত নির্বিশেষে একযোগে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলাম। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে এ সম্প্রীতি স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সদস্য সচিব আবুল কালাম ইমন, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের সেক্রেটারী মো. মতিউর রহমান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মো. আবু সাইদ মুসা, গন অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রোসেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাতেমাতুজ জোহরা নদী, বরিশালে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসাইন আল-মামুন, বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের অধ্যাপক ড. ফরিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বরিশাল উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান। এছাড়াও সম্প্রীতি স্মারক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীদের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর সুস্থতা কামনা বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।