স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড জাগুয়ার বাসিন্দা বালু ব্যবসায়ী মোঃ শেখ সাদীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা এগারো টায় অশ্বিনী কুমার টাউন হল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামলা সূত্রে জানাগেছে, গত দুই তারিখ ঝালকাঠি সড়কের রূপাতলী কালিজিরা ১৫ থেকে ২০ জন পথ রোধ করে বালু ব্যবাসী মোঃ শেখ সাদীর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় ১৫ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করে পরিবার, মামলা নং ৪৬/৬৭০।
পরিবার জানায়, হামলাকারী ১.মোঃ হুমায়ুন কবির রিপন (ফেন্সি রিপন),২. জিয়াউর রহমান, ৩. সাইদুল, ৪. মিথুন খান, ৫. মোঃ রাজীব, ৬. মজনু, ৭. মোঃ রাকিব গাজী,৮. মোঃ তোতা খান, ৯. মোঃ রিয়াজ, ১০. হারিত হাওলাদার, ১১. ছালাম, ১২. সরোয়ার, ১৩. মাহাবুব, ১৪. তানজীল, ১৫. রিয়াজসহ অজ্ঞাত সন্ত্রাসীরা শেখ সাদীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমান সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক। আমরা এ হামলার বিচার চাই ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
এলাকাবাসী সূত্রে জানাযায়, মোঃ হুমায়ুন কবির রিপন (ফেন্সি রিপন) সহ সহযোগী সকলের বিরুদ্ধে এর পূর্বেও একাধিক মামলা রয়েছে। এরা এলাকায় একক সন্ত্রাসী রাজস্ব কায়েম করতে সাধারণ মানুষদের মারধোর করে পঙ্গু করে দেয়া, চাঁদা দাবি করা, মাদক ব্যবসা, কিশোর গ্যাং তৈরির মত ঘৃণ্য অপরাধ করে চলেছে।
২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন বলেন, বিএনপির জিয়াউর রহমান , সন্ত্রাসী ফেন্সি রিপন সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিগত দিনেও মাদক ব্যবসা, চাঁদাবাজী, হামলা, কিশোর গ্যাং তৈরির মত অপরাধ করবার অভিযোগ ছিলো। ড্রেজারের মাধ্যমে বালি ফেলার সময় বালু ব্যবসায়ী শেখ সাদীর কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। যা না দেয়ায় পাইপ খুলে নিয়ে যায় ও কিছু পাইপ ভেঙ্গে রেখে যায়। পরবর্তীতে নিয়ে যাওয়া পাইপ ফেরত নিতে গেলে সাদীর সাথে সন্ত্রাসীদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় যা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এর পরই সাদীর উপর এ সন্ত্রাসী হামলা চালায়। আমরা এ হামলায় জড়িত সকলের শাস্তির দাবি জানাই ও এদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এলাকাবাসী মুক্তি চায়।