স্টাফ রিপোর্টার: পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবীতে বরিশালে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি পেশ করেন হকার্স সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর অশ্বীনী কুমার হলের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
বরিশাল হকার সংগ্রাম পরিষদের আহবায়ক বরুন সাহা’র সভাপতিত্বে মানবন্ধনে বক্তারা বলেন, বরিশাল নগরীর নাজিরের পোল থেকে সদর রোডের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে তিন শতাধিক হকার সবজি ফল চটপটি ডিম কলাসহ বিভিন্ন পণ্য ফেরি করে তাদের সংসার চালাত। এদের মধ্যে অনেকেই ২৫-৩০ বছর ধরে এসকল ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু গত কয়েক মাস ধরে বরিশাল সিটি করপোরেশনের নির্দেশে প্রশাসনের অভিযানে এ সকল ব্যবসায়ীরা সদর রোড এলাকার কোথাও দাঁড়াতে পারছেন না। পুর্নবাসন ছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য এভাবে মানুষের পেটে লাথি মেরে কখনোই শান্তি-শৃঙ্খলা আনা সম্ভব নয়। এসময় বক্তারা অবিলম্বে পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানান।
মানবন্ধনে এসময় অন্যান্যরে মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শাহ আজিজ খোকন, বরিশাল হকার্স সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মামুন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য শহিদুল শেখসহ প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা বরিশাল সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবীতে স্মারকলিপি পেশ করেন।