
বরিশালে হাফভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাসশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক বাসে ভাংচুর করেছে ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা। শনিবার রাত ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে দফায় দফায় পালটাপালটি সংঘর্ষে দুইপক্ষের প্রায় ৬০ জনের মত আহত হয়েছে। টানা দুই ঘন্টা বাস ভাংচুর, সড়কে অগ্নিসংযোগের পর রাত ৯টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা গেছে, মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থীকে হাফভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাসশ্রমিকরা। খবর পেয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ স্টান্ডে জড়ো হলে শ্রমিকদের সাথে সংঘর্ষ শুরু হয়। পরে বাস ভাংচুর, সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দুই ঘন্টা সড়ক অবরোধকালে সেখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর বিপুল সংখ্য সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, শ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে আইন-শৃংখলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রন হয়।