বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ


স্টাফ রিপোর্টার : বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) সম্প্রতি বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন কর্তৃক পেশাদার সাংবাদিক আকতার ফারুক শা‌হিনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র উদ্বেগ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে।

বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বরিশাল প্রতিনিধি আকতার ফারুক শাহিন একজন পেশাদার সাংবাদিক হিসেবে সর্বমহলে সুপরিচিত। তার বিরুদ্ধে দায়ের করা এ মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণভাবে হয়রানিমূলক। এই মামলাকে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক উল্লেখ করেছেন এর ফলে স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মত ব্যক্ত করেন ।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক মামলা ও হামলার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে, যা স্বাধীন গণমাধ্যম ও অবাধ মত প্রকাশের পথকে সংকুচিত করছে।

বিআরইউ অবিলম্বে আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

বিআরইউ মনে করে, কোনো সাংবাদিকের কণ্ঠ রোধের চেষ্টা গণতন্ত্রের জন্য চরম হুমকি। পেশাদার সাংবাদিকদের পাশে থেকে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।