বাউফলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মাসুম বিল্লাহ, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ শে অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা স্প্রিড ট্রাস্টের উদ্যোগে এলআরডি‘র সহযোগিতায় দিবসটির উপলক্ষে সরকারি কৃষি সেবা ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্প্রিড ট্রাস্টের নির্বাহী পরিচালক সামসুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবীর যে কোন কল্যাণকর কাজ করতে নারী পুরূষের সমতা রাখতে হবে। পৃথিবীকে এগিয়ে নিতে নারী ও পুরূষের কাজে সমতা আনতে হবে এবং কার্যকরী উদ্যোগ নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড ,এএলআরডির উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি , উপজেলা কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাস ও সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ প্রমুখ।

এছাড়াও সভায় প্রান্তিক পর্যায়ের উপকারভোগী নারী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক,এনজিও সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।