বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট


মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : বাউফলের মদনপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে দেলোয়ার হোসেন সরদার এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফজিলাতুন্নেছা বলেন, ঘরের জানালার গ্রিল কেটে কয়েকজন ডাকাত প্রথমে ভেতরে ঢুকে পেছনের দরজা খুলে দেয়। ঘরের বাহিরে অপেক্ষায় থাকা ১৫-১৬ জন ডাকাত ঘরের ভেতরে ঢুকে। আমাকে ও আমার ছেলে মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিয়ে স্টিলের আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় ১ লাখ টাকা ও ১৪-১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফ্রিজ থেকে মাছ মাংস নিয়ে যায়।

একই পদ্ধতিতে এ ডাকাতদল ডাকাতি করেন মাঝপাড়া গ্রামের খান বাড়িতেও।

খান বাড়ির কেয়ারটেকার মোতালেব হোসেন জানান, ডাকাত সদস্য ঘরে ঢুকে আমাকে হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে যায় । ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ তার স্ত্রীর পরনে থাকা স্বর্ণ অলংকার কেড়ে নেয়।

এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর এসআই মনির হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’