বাউফলে রক্তক্ষয়ী হত্যাকাণ্ড: শত্রুতার জেরে যুবক খুন”


মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধ‌রে ফা‌হিম বয়া‌তি (১৮) না‌মের এক যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) বিকাল ৪টার দি‌কে উপ‌জেলার নওমালা ইউনিয়‌নের ভাংরা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সানু মী‌র (৪৫) এর সাথে একই এলাকার জা‌কির বয়া‌তি (৫০) এর সা‌থে বি‌রোধ তৈ‌রি হয়। ওই ঘটনায় স্থানীয় চেয়ারম‌্যা‌নের মধ‌্যস্থতায় মিমাংসা হয়। কিন্তু সানুর পক্ষ ওই শা‌লিস প্রত‌্যাখান ক‌রে একইদিন মঙ্গলবার বিকা‌লে জা‌কি‌রের উপর দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায়। এতে জা‌কির বয়া‌তির ছে‌লে ফা‌হিম ঘটনাস্থ‌লেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন জা‌কির নি‌জে। ঘটনার পর শানু মীর পলাতক র‌য়ে‌ছেন বলে জানা গেছে।

এ বিষ‌য়ে বাউফল থানার ও‌সি আক্তারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।