বরিশালটুডে ডেস্ক : জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ আল আমিন ওরফে খোকন হাওলাদার (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় মাদক আইনে তার নামে থানায় একটি মামলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল।
গ্রেপ্তার আল আমিন ওরফে খোকন হাওলাদার একই উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া ৩ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের বাসিন্দা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রঙ্গশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ আল আমিন ওরফে খোকন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার তার নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও আল আমিন ওরফে খোকন হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা আছে বলেও ওসি।