বরিশাল প্রতিনিধি : বরিশালে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বড় ভাই ও তার ছেলে সহ তিন জনকে মেরে রক্তাক্ত করেছে ছোট সেজো ভাই নয়ন সাহা। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত শিবা সাহা তোতা (৪৮) কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। বাকি আহত দুই জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর চকবাজারে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে।
আহত তোতা বলেন, তারা ৪ ভাই ১ বোন। ভাইদের মধ্যে সুভাষ চন্দ্র সাহা মারা গেছে। সম্পত্তি যা আছে তা সকলকে সমানভাবে ভাগ করে দেয়া হয়েছে। যা স্থানীয় এলাকার গণ্যমান্য একাধিক ব্যক্তি ভাগবাটোয়ারার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। আমি পরিচালনা করে আসছি চকবাজার ‘সুভাষ ক্রোকারিজ’ নামক ব্যবসা প্রতিষ্ঠান। ভাগ-বাটোয়ারা বুঝে পাওয়ার পরও ছোট সেজো ভাই নয়ন ও তার পরিবার আমার ওই ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে চায়। দখল করে নেয়ার সময় বাধা দিয়ে নয়ন ও তার স্ত্রী, ছেলে তুফান সহ শ্যালক সুজন আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় আমি ও আমার ছেলে সাগর সহ ছোট ভাই সুমন আহত হয়।
হামলাকারী নয়ন সাহা বলেন, ভাই আমার বড় ভাই মার্ডার হয়েছে সে জন্য মেডিকেলে গেছে। আর ভাগ বাটোয়ারার বিষয় কি বলবো সবকিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানেন। তারা যে সিদ্ধান্ত দিবেন তাই মেনে নিবেন তিনি। হামলার কারণ জানতে চাইলে আবারো নয়ন সাহা বলে বড় ভাই মার্ডার হয়ে গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিবা সাহা তোতা, নয়ন সাহা ও সুমন সাহা তিন ভাইয়ের মধ্যে মাস কয়েক ধরে সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ‘সুভাষ ক্রোকারিজ’ শিবা সাহা তোতা এবং ‘শুভ ট্রাভেল’ নামক ব্যবসা প্রতিষ্ঠান নয়ন সাহা পরিচালনা করে আসছে। দুটি দোকানই চকবাজারে পাশাপাশি অবস্থিত। তিন ভাইয়ের মধ্যে নয়ন সাহা ক্যাডার স্টাইলে চলে থাকেন এবং নগরীর কিছু পাতি ক্যাডারদের সাথে উঠবস করে। যে কারণে বড় ভাইয়ের উপর ক্ষমতার লড়াই শুরু করেছে।