শেবাচিমে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

ছবি/ সংগ্রহিত

স্টাফ রিপোর্টারঃ বরিশালে শেরে-ই-বাংলা মহাবিদ্যালয় (শেবাচিম) ক্লাস রুমে শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় শেবাচিম কলেজ অধ্যাক্ষের কার্যালয়ের সম্মুখে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এসময় ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম বলেন, দেশের সুনামধন্য ও প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমরা এ সংকট থেকে মুক্তি চাই।

৫২তম ব্যাচের শিক্ষার্থী মুসফিকুল ইসলাম বলেন, শেবাচিম কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় আমাদের একাডেমিক কার্যক্রমে জোড়াতালি দিয়ে পরিচালনা করে চলেছে কর্তৃপক্ষ। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে আমরা শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছি। যা ভবিষ্যতে চিকিৎসা অবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করছি।

এসময় শিক্ষার্থীরা দাবি করে জানান, অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল শূন্য পদে শিক্ষক পদায়ন করতে হবে, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট এর বদলীকৃত শিক্ষকদের তাদের পদে প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুনরায় পদায়ন করতে হবে,

বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংকট নিরসন ও স্থায়ী সমাধান না করা পর্যন্ত আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে