শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠনঃ সভাপতি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও সদর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৩ জুন তাকে সভাপতি মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল শনিবার উপ-সচিব মোহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২০১৪ সালে এ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল বরিশাল-১ আসনের সংসদ আবুল হাসানাত আব্দুল্লাহকে। আর পদাধিকার বলে হাসপাতালের পরিচালক কমিটির সদস্য সচিব। অথচ বিভিন্ন শ্রেণী পেশার ১৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি তিন মাস পর পর সভা করার নিয়ম।

এ বিষয়ে হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম কোন কিছু জানেন না বলে জানিয়েছেন।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, তিনি (প্রতিমন্ত্রী) এখনও অফিস আদেশ পাননি।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে সঠিক চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা করবেন তিনি।