স্টাফ রিপোর্টার: মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের একমাত্র মাঠ নষ্ট করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদা ও পরিচালনা করেন রক্ষা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
সমাবেশে বক্তব্য দেন বেলা বরিশাল শাখার সমন্বয়ক লিংকন বায়েন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজি মিজানুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকার, শুভ সংগঠনের আহ্বায়ক মোসা. নীলা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক তুষার সেন, সরকারি বরিশাল কলেজ শাখার শিক্ষার্থী শিবানী শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, কলেজের পূর্বপাশে নিজস্ব জমিতে বিকল্প স্থান থাকার পরেও সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ ২০০০ সালের খেলার মাঠ ও জলাধার সংরক্ষণ আইনে সুস্পষ্টভাবে বলা আছে, খেলার মাঠের শ্রেণি পরিবর্তন করা যাবে না বা সেটা ভাড়াও দেওয়া যাবে না। সরকারি বরিশাল কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে ক্রীড়া প্রতিযোগিতা করে, নানা সাংস্কৃতিক আয়োজন হয়। শিক্ষার্থীদের খেলার মাঠের জন্য মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে এই মাঠের জায়গা বের করা হয়েছিল।
গত জুলাই মাসে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নতুন ভবন বিকল্প স্থানে নির্মাণ করার সিদ্ধান্ত হলেও আবার কলেজ কর্তৃপক্ষ খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ শুরু করেছে। কলেজের নিজস্ব বিকল্প জায়গা থাকার পরেও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে।