বরিশালটুডে ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গ্যালারিতে উপচেপড়া ভিড় আর বড় পর্দা বা ছোট পর্দার সামনে উৎসবমুখর দর্শকদের হইহুল্লোড়। এমন ম্যাচ যদি কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে দর্শকরা চরম হতাশায় পড়েন। যেমনটি হয়েছে এবারের এশিয়া কাপের গ্রুপের পর্বের খেলায়।
গত ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে শিডিউল করা ম্যাচে এবারের আসরে প্রথমবারের মত মাঠে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ওই ম্যাচে পাকিস্তানি পেস বোলারদের তোপের মুখে ৭ বল বাকি থাকতে ২৬৬ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।
খেলার মাঝে কয়েকবার হানা দেয় বৃষ্টি। শেষমেশ এই বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠেই নামতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হয় দুই দলের। ওই ম্যাচ দেখতে না পারার আক্ষেপ থেকে সুপার ফোরে দুইদলের আবার মুখোমুখি হওয়ায় এবার উত্তেজনা তুঙ্গে।
আগামী ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাবর আজম ও রোহিত শর্মার দল। ম্যাচটি জিতলে পাকিস্তান ফাইনাল যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।
কিন্তু সুপার ফোরের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থা। এক্যুওয়েদারের পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সকালে আবহাওয়া ঠিক থাকলেও বিকালেই ঘটতে পারে বিপত্তি। বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েেছে। সংস্থাটি বৃষ্টির সম্ভাবনা দেখছে ৯০ শতাংশ আর বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখিয়েছে ৫৪ শতাংশ।
এছাড়া রাতের তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার সাথে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তারা। আরেক আবহাওয়া সংস্থা ওয়াল্ড ওয়েদার অনলাইন বলেছে, সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকালের দিকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। ওইদিন বৃষ্টির সম্ভাবনা ৮২ শতাংশ।
এছাড়া ওয়েদার ডট কম বলেছে, খেলা শুরু হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ হলেও রাতে বৃষ্টির সম্ভাবনা ৯৭ শতাংশ। যার অর্থ আরও একবার ভারত-পাকিস্তান ম্যাচ চলে যেতে পারে বৃষ্টির পেটে।