হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগের অনার্স ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কামনায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগের বিবিএ(অনার্স) ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০) এর বিদায় সংবর্ধনা ও “স্মৃতির বন্ধন” নামে একটি স্মরনীকা উন্মোচন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান।

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান পলাশ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন, বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দসহ অত্র বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, কর্মচারীবৃন্দ।

বর্নাঢ্য এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন শিক্ষকবৃন্দের নেতৃত্বে অত্র বিভাগের এক ঝাক, উদ্যমী, তরুন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আগামী দিনের প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীর জন্য যুগোপযোগী প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তারা বলেন, শুধু বইয়ের পড়াশুনাই আগামীদিনের জন্য যথেষ্ট নয়; প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান আহরণ করে তার বাস্তব প্রয়োগ ঘটালেই তা ব্যক্তি, পরিবার তথা জাতির জন্য কল্যান বয়ে আনবে।
তাদের সার্বিক প্রস্তুতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ ও বিভাগীয় প্রধান।